আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে ফুলগাজীর বন্দুয়ার দৌলতপুর এলাকা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা কয়েক হাজার মোটরসাইকেল ও প্রাইভেট কারের অংশগ্রহণে ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার, টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।স্থানীয়দের মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনি আসনে জামায়াতের এ ধরনের বিশাল শোভাযাত্রা ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।ফুলগাজী বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘ ফেনী-১ আসনে জামায়াতের এত সমর্থক আছে, কখনো ভাবিনি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জামায়াতের ভোট অনেক বাড়বে।’অন্যদিকে ছাগলনাইয়া বাজারের মুদি দোকানদার আরিফ বলেন, ‘এই শোভাযাত্রা অন্যান্য দলের জন্য একটি সতর্কবার্তা। জামায়াতের এমন উপস্থিতি কল্পনাতীত।বিএনপির নেতাকর্মীদের এখন আরো সক্রিয় হতে হবে।’
শোভাযাত্রায় ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ তিন উপজেলার (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরাও অংশ নেন।এ বিষয়ে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৮টায় বন্দুয়া এলাকা থেকে প্রায় সাড়ে তিন হাজার মোটরসাইকেল নিয়ে আমরা এ শোভাযাত্রা শুরু করি। শোভাযাত্রাটি পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া হয়ে পাঠাননগরে এসে এর সমাপ্তি ঘটে।তিন উপজেলার মানুষের মাঝে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখেছি। মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। ইনশাল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে ফেনী-১ আসনে জামায়াত বিপুল ভোটে বিজয়ী হবে।’