নারায়ণগঞ্জ সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ গতকাল সোমবার বিকালে আমলাপাড়া, কালির বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
কালির বাজার এলাকার বিভিন্ন দোকান ও পথচারীদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং দাঁড়িপাল্লা প্রতীককে জয়ী করার আহ্বান জানান। এসময় তিনি স্বৈরাচারী সরকারের কর্মকা- তুলে ধরেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার জন্য কী করতে চান, সেই প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ সাংবাদিকদের এবং উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, "আপনারা জানেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সেই সমস্যাগুলি সমাধানের দিকে মনোযোগ দেব।"
তিনি আরও বলেন, "আমাদের দল জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। জামায়াত যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়, তবে এই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি উন্নত ও আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তুলবে। আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।" এবং সন্ত্রাস নির্মূল করা।
এসময় তিনি নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এই এলাকার মানুষ একটি পরিবর্তন দেখতে পাবে। আমি সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুন এবং দাঁড়িপাল্ল প্রতীককে বিজয়ী করুন।"
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন সড়কে গণসংযোগে স্থানীয়দের মধ্যে বেশ সাড়া দেখা যায়। তারা প্রার্থীর সঙ্গে হাত মেলান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসেন মুন্না প্রমুখ।