ডাকসু নির্বাচনে ষড়যন্ত্র, নারী শিক্ষার্থী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা।

শিবির জানায়, বিক্ষোভ মিছিলটি দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং সংগঠনটির বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদ জানানো হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদল। তারা দাবি করে, অভিযুক্ত ওই শিক্ষার্থী ‘শিবির নেতা’।

এ অভিযোগের পর সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতি দেন। সেখানে তারা এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তাদের দাবি, নারীর সম্মান ধ্বংসে ছাত্রলীগ ও ছাত্রদল একই মুদ্রার এপিঠ-ওপিঠ।