বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলার ১০০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে ভাদুঘর আল-হেরা কমপ্লেক্স অডিটোরিয়ামে জেলা আমীর মাওলানা মুহা. মোবারক হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিবিরটির সূচনা হয়।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি ইউনিয়ন সংগঠন কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে সেতুবন্ধনের মতো ভূমিকা পালন করে। পাশাপাশি তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।