DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

টাংগাইলে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. হুমায়ুন কবিরের পরিচালনায় এ ইফতার মাহফিলে টাংগাইল জেলার বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা সংবাদদাতা
Untitled

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. হুমায়ুন কবিরের পরিচালনায় এ ইফতার মাহফিলে টাংগাইল জেলার বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার (৮ মার্চ) টাংগাইল জেলা প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

টাংগাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমসহ বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামি ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কলেজ শিক্ষক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সেক্রেটারিবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, ব্যাংকার, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।