তৌহিদুল করিম মুজাহিদ, লন্ডন থেকে : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে, প্রথমটি হলো কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না এবং দ্বিতীয়টি হলো রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলাম ইউরোপের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
ডা. শফিকুর রহমান দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী তিনি কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে এবং যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত ভিন্ন ভিন্ন দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
পূর্ব নির্ধারিত মিটিং দুটি সফলভাবে সম্পন্ন করে সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের একটি হলে লন্ডনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শহীদ ওসমান হাদী সম্পর্কে কথা বলতে গিয়ে উনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সংবাদ সম্মেলনে জামায়াত আমীর বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদ’ এর আদলে রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশ সবার দেশ, কোনো ধর্ম বা বর্ণের মানুষকে দমন করা যাবে না, সকল ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, তবে দেশটির কাছে আশ্রয় নেয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামীদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে প্রবাসীদের দেশে গিয়ে ভোট দেয়ারও অনুরোধ জানান। তিনি বলেন যাদের সুযোগ আছে তারা যেন দেশে গিয়ে নির্বাচন প্রত্যক্ষ করে আসেন।
তিনি নির্বাচন প্রসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাক্সক্ষার বাস্তবায়ন ঘটবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহীন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসেন, সেক্রেটারি জেনারেল সাংবাদিক তৌহিদুল করি মুজাহিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডাঃ শফিকুর রহমান কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে ব্রৃটেনে আসেন এবং শুক্রবার ভোর ৬টার ফ্লাইটে তিনি লন্ডন ত্যাগ করেন।