৫ দফা গণদাবীতে দিনাজপুরে জামায়াতে ইসলামীর ৩ কিলোমিটারব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা শাখা এ কর্মসূচী পালন করে।
বুধবার দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে সুইহারী, বুটিবাবুর মোড়, জেলখানা মোড়, লিলি মোড়, সদর হাসপাতাল মোড়, পৌরসভা রেলগেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, ফ্যাসিস্টদের দোসর ১৪ দল নিষিদ্ধ, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমানসহ প্রয়োজনীয় সংস্কার অবিলম্বে করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলার সাবেক আমীর, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আলহাজ¦ আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি প্রার্থী ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের এমপি প্রার্থী সাবেক ছাত্রনেতা মতিউর রহমান, দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ.স.ম ইব্রাহীম, জেলা অফিস সেক্রেটারী মাওলানা সহিদুল ইসলাম খোকন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা সিরাজুস সালেহীন, সদর আমীর অধ্যাপক মেহরাব আলী, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, বিরল উপজেলা আমীর হাফেজ আব্দুর রশীদ, বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আমীর মাওলানা আমিনুল হক, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তর সভাপতি রাসেল রানা প্রমুখ। দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, ছাত্রশিবিরের শহর, উত্তর, দক্ষিণ শাখার নেতৃবৃন্দ ও সকল উপজেলার আমীর, সেক্রেটারিসহ দায়িত্বশীলগণ এবং সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।