গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে মতভেদ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার আগামি ফেব্রুয়ারি মাস টার্গেট করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছেন। তবুও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলো কেউ কেউ পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে নির্বাচন করবেন সেটা অল্প কিছুদিনের মধ্যেই দেশের জনগণ বুঝতে পারবে।

নির্বাচনের পদ্ধতি নিয়ে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই সহ নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দৈনন্দিন ব্যস্ত সময় পার করছে। পিছিয়ে নেই চাপাইনবাবগঞ্জ জেলা। আজ আলোচনা করছি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নিয়ে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই ডক্টর মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি নির্বাচনী এলাকায় (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলা) দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা নির্বাচনী এলাকায় বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, পোস্টার টাঙিয়ে নেতাকর্মী সমর্থক ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপি’র নেতা আসাদুল্লাহ আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি, সাবেক পৌর মেয়র তারিক আহমদ, গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, ইমদাদুল হক মাসুদ, এস এ হক অপু, আতাউর হোসেন মিলন প্রমুখ। এখন দেখার বিষয় কে পাবেন বিএনপির মনোনয়ন।