বাংলাদেশে অবস্থিত ব্রুনাই দারুসসালামের দূতাবাসে ৭ মে সকাল ১০ টায় ‘আপ বাংলাদেশ’-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উদ্যোক্তা রাফে সালমান রিফাত, আরেফিন মুহাম্মদ হিযবুল্লাহ, নাঈম আহমাদ এবং সংগঠক শাহরিন সুলতানা ইরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হিজ এক্সেলেন্সি হাজী হারিস বিন উসমান এবং দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
আলোচনাকালে হাই কমিশনার ‘আপ বাংলাদেশ’-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, সম্ভাবনা, সংস্কারমূলক উদ্যোগ, সাংস্কৃতিক ভাবনা এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, ‘আপ বাংলাদেশ’-এর প্রতিনিধি দল ব্রুনাই দারুসসালামের উন্নয়ন, ধর্মীয় পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ এবং ব্রুনাই দারুসসালামের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া ও সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।