৫ আগস্টের বিপ্লবের পর একদল মানুষ দেশের আনাচে কানাচে নতুন করে চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, আমরা মনে করে ছিলাম এই বিপ্লবের পর ব্যাংক ডাকাত, চাঁদাবাজ ও দখলদাররা লুকিয়ে যাবে। হত্যা ও সন্ত্রাসের সাথে জড়িতরা তাদের বিচার হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি , নতুন ভাবে একটি দল কোর্টপাড়া, দোকান, টার্মিনাল ও টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, নতুন বাংলাদেশে চাঁদাবাজ-সন্ত্রাসকে আর প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি সম্প্রতি নগর ফেডারেশনের কোতোয়ালী থানার আলকরন ওয়ার্ড উত্তর এর উদ্যোগে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সেলিম রেজা, রেজাউল করিম মুরাদ, আব্দুল হামিদ, মোস্তাক আহমদ, মাঈন উদ্দিন সোহেল, মাহমুদুল হক, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মাসুদ, রবিউল হোসেন, এহসানুল হক প্রমুখ।
লুৎফর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন স্বনির্ভর বাংলাদেশ গঠিত হবে। তিনি আরও বলেছেন, এই দেশে একটিও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না। জামায়াতের আমীরের বক্তব্যে সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। চট্টগ্রামে সর্বস্তরের শ্রমিকরা আজকে ৫৪ বছরের হিস্যা বুঝে নিতে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে শ্রমিকরা চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী ডা. একেএম ফজলুল হকসহ জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রেস বিপ্তি।