বিএনপিকে পরিকল্পিতভাবে সন্ত্রাসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলেছেন আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক আলফাজ আনাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ‘ন্যারেটিভ’ তৈরির কাজ করছে। যার মাধ্যমে সাধারণ মানুষ ও আন্তর্জাতিক মহলের কাছে দলটিকে জঙ্গি ও সহিংস হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি লিখেছেন, “আমি শুরু থেকেই বলেছি বিএনপির ভেতরে থাকা বাম চক্র ও বিদেশে থাকা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ন্যারেটিভের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা বিএনপিকে ওপর বিরক্ত হয়ে উঠছে। খুলনায় বিক্ষুব্ধ যুবদের (যাদের হত্যা ও বিচারের জন্য বিএনপি নীরব) বিরুদ্ধে শিবির ও ইসলামপন্থীদের দোষ চাপানোর চেষ্টা চলছে।”
আলফাজ আনাম আরও বলেন, “এদের প্রচারে খোদ তারেক রহমান এমন ইঙ্গিত করেছেন—যেন নেতৃত্বে থাকা নেতার দিকেই দায় চাপানো হচ্ছে। আপনি বিচ্ছিন্ন করবেন তাকে, কেন আবার দলে বলে দাবি করবেন? এতে বিচ্ছিন্নের চিন্তা আরও প্রকট হয়ে যায়।”
তিনি দাবি করেন, সম্প্রতি লালমনিরহাটে বিএনপি নেতা লাল মুজাহিদের মৃত্যুকে নিয়েও বিভ্রান্তিকর ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। এমনকি, “একটি ভিডিওতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপমানের ঘটনায় এরা ছড়িয়ে দিয়েছে যে, ভিডিওটি আওয়ামী লীগের। স্টেজে দাঁড়ানো মাদ্রাসা ছাত্রটির পাশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি থাকা সত্ত্বেও।”
আলফাজ আনাম আশঙ্কা প্রকাশ করে বলেন, “এইভাবে বিএনপিকে পরিকল্পিতভাবে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে। যাতে দলটির ভবিষ্যৎ আর না থাকে।” তিনি আরও বলেন, “বিএনপি যদি সহিংস মৃত্যুর পথ নেয়, তাহলে কেউ আর পাশে থাকবে না।”