গাজীপুরে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দাড়িপাল্লার পক্ষে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনের গণসংযোগে হাজারো মানুষের সঙ্গে করমর্দন, কোলাকুলি ও আন্তরিক সংলাপে অংশ নিচ্ছেন গাজীপুর-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।

তিনি বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ সরাসরি বলেন — এবার আপনাদের ভোট দেব, ‘ইনশাআল্লাহ ভোট দেব, ‘অবশ্যই দেব। বাকিরা নীরব থাকলেও তাদের চোখে-মুখে দাড়িপাল্লার প্রতি সমর্থনের বার্তা স্পষ্ট। আলহামদুলিল্লাহ, এবার দাড়িপাল্লার পক্ষে একটি ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

ড. হাফিজুর রহমান আরও জানান, বুধবার (২২ অক্টোবর) গাজীপুর মহানগরের ৪৫ নং ওয়ার্ডে গিয়ে আমি আপ্লুত হয়েছি। সাধারণ মানুষ, তরুণ সমাজ, ব্যবসায়ী, শ্রমিক — সবাই যে ভালোবাসা ও আস্থা প্রকাশ করেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। এই ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, রাব্বুল আলামিন কবুল করুন আমাদের এই প্রচেষ্টা, যেন আমরা ন্যায়, সেবা ও উন্নয়নের রাজনীতির মাধ্যমে গাজীপুরবাসীর আস্থা অর্জন করতে পারি।

এ সময় এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস ও আশাবাদের জোয়ার লক্ষ্য করা যায়। অনেকে জানান, ড. হাফিজুর রহমানের মতো সৎ, শিক্ষিত ও উন্নয়নমুখী প্রার্থীই গাজীপুরের প্রকৃত পরিবর্তনের প্রতীক হতে পারেন।