ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে গতকাল বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে গাজীপুর মহানগরী জামায়াত।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২২ জুলাই) গাজীপুর মহানগরী অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আবুল হাসেম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং গাজীপুর ৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান, মহানগর বায়তুলমাল সেক্রেটারী মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারী আবুসিনা নুরুল ইসলাম মামুন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং গাজীপুর-৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এখলাছ উদ্দিন, মহানগর যুব বিভাগের সেক্রেটারী জনাব নেয়ামত উল্লাহ শাকের, পূবাইল থানা জামায়াতের আমীর মোঃ আশরাফ আলী কাজল, কোনাবাড়ি থানা জামায়াতের আমীর ডাঃ মোঃ কবির হোসেন, কাশিমপুর থানা জামায়াতের আমীর মোঃ ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার ড. মাহবুব আলম জামী, সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, সদর থানা জামায়াতের নায়েবে আমির জালাল উদ্দিন, সদর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব গাজী, সদর থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল হক সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও উক্ত দোয়া অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।