সাম্প্রতিক সময়ে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘিরে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রী সভাপতি।

মঙ্গলবার ( ১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে উদ্বেগ জানিয়ে এক পোস্ট করেন।

কেন্দ্রী সভাপতি জাহিদুল ইসলাম বলেন, লুটপাট আর পরিবেশ বিপর্যয় যাদের পেশা, তাদের রাজনীতি এ দেশকে ধ্বংস ব্যতীত কিছুই করতে পারে না।

ছাত্রশিবির সভাপতি বলেন, গত কয়েকদিন সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের এই নিউজটি অনেক সচেতন যুবকদের কষ্ট দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন নিউজ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই পাথর লুটপাটের সাথে বিএনপি ও যুবদল জড়িত।

পরিবেশ উপদেষ্টা মিডিয়ায় খুব চমৎকার কথা বলেন। সেন্টমার্টিনে পরিবেশ বিপর্যয়ের অযুহাতে তিনি পর্যটক যাওয়া বন্ধ করে দিতে চান। কিন্তু চোখের সামনে ভোলাগঞ্জে লুটপাট বন্ধ করতে পারেন না।