বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, জুলাই চেতনা আমাদেরকে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে। একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। এই নির্বাচনী পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সাহসী ও সজাগ ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার ছাত্রসংযোগ মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনশক্তি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ছাত্রসমাজ সবসময় সমাজ পরিবর্তনের অগ্রভাগে থেকেছে। আগামীর বাংলাদেশ গড়তে আদর্শবান, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরিতে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাঈদুল ইসলাম বলেন, ছাত্রসংযোগ মাসের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মাঝে ইসলামী আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের বীজ বপন করা। তিনি সংগঠনের জনশক্তিদের সাংগঠনিক শৃঙ্খলা ও আত্মোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-০৪ আসনের (উখিয়া-টেকনাফ) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননন্দিত জননেতা মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সচেতন ছাত্র ও যুবসমাজের ওপর। আদর্শিক ছাত্ররাজনীতির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মদ তালহা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, প্রচার ও দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী জেলা শিবির সভাপতি ছাত্রনেতা আব্দু রহীম নূরী, উপজেলা সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি উসমান সরওয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।