মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো. ইউছুফ সোহেলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর ইউছুফ সোহেল কর্মসূচি।
মুরাদনগর ডি. আর. হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত এই মার্চ অনুষ্ঠিত হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সাবেক আমীর মাওলানা মনসুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুফ রতন, উপজেলা আমীর মাওলানা আবু নছর মো. ইলইয়াস কুমিল্লা উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক তসলিমুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৩ আসনে এমপি পদপ্রার্থী মো. ইউছুফ সোহেল।
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাওডাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক নির্বাচনী ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাওডাঙ্গা ইউনিয়নের ছাত্র-যুবক মাগরিবের নামাজের পর বালারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি নির্বাচনী প্রচারনা মিছিল শুরু করে।মিছিল টি বালারহাটে থেকে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম ২৬/২ সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার। জেলা আইটি সম্পাদক কাজল ইসলাম।
কুমারখালী (কুষ্টিয়া)
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন কুমারখালীতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে। কুমারখালীর ইতিহাসে এমন বিশাল নির্বাচনী গণমিছিল ইতিপূর্বে হয়নি। মিছিলটি অনুষ্ঠিত হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে সর্বত্র।
২৯শে নভেম্বর শনিবার বেলা ১১টায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার বাটিকামারা মডেল স্কুল থেকে মিছিণটি শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী নেতা-কর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে মিছিলে অংশ গ্রহন করেন। মিছিলটি তরুন মোড় থেকে খোকন মোড়, হল বাজার, গনমোড়, রেল বাজার ও বাসস্ট্যান্ড হয়ে কুমারখালী পৌর টার্মিনালের সামনে এসে শেষ হয়। গণমিছিল শেষে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারী এড. মোহাম্মদ আব্দুর রব বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
সম্প্রতি কমলগঞ্জ প্রেসক্লাব হলরুমে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এড. কামরুল ইসলামের সঞ্চালনায় কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতলব উত্তর (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছেংগারচর বাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।
গজারিয়া (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় গনসংযোগ করেছেন।আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া,শ্রীনগর গ্রামে দাঁড়িপাল্লার মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
শ্রীপুর (মাগুরা)
মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা শ্রীপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর উক্ত স্টেডিয়ামে জনসভা শেষে সুশৃঙ্খল বিশাল গণমিছিল শ্রীপুর ও খামারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এসে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে জামায়াত নেতা আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
মদন (নেত্রকোণা)
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদারের উপস্থিতিতে মদনে এক বিশাল বাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
হাজার খানেক বাইক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি প্রতিদিন দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর গ্রাম-গঞ্জে ও পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন।
উল্লেখ্য যে, হাওর অঞ্চলের অতি জনপ্রিয় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতি মন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর প্রতিদ্বন্দ্বী হিসেবে নেত্রকোণা-৪ এ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন অধ্যাপক আল হেলাল তালুকদার।
নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বান্দরবান-৩০০ নং আসনে জামায়াতের মনোনীত সংসদীয় প্রার্থী এড. আবুল কালামের দাঁড়িপাল্লা সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী
নোয়াখালী-৪ সদর ও সুবর্ণচর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শাহজাহানের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে প্রার্থনা করেন এবং মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
সভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর ও সুবর্ণচরের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন।
পলাশবাড়ী (গাইবান্ধা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা–৩ (পলাশবাড়ী–সাদুল্যাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন,
“একটি সৎ, উন্নয়নমুখী ও দায়িত্বশীল নেতৃত্বই পারে পলাশবাড়ী–সাদুল্যাপুরের চিত্র পাল্টে দিতে। আমি রাজনীতি করি মানুষের অধিকার ও কল্যােিণর জন্য। আপনারা আমাকে সমর্থন করলে প্রতিটি পরিবার উন্নয়নের স্বাদ পাবে।”
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষির উৎপাদন খরচ কমানো, শিক্ষার মানোন্নয়ন, বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং দুঃস্থদের সুরক্ষাÑএগুলোই তাঁর অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “জনগণের করের টাকায় উন্নয়ন হবেÑদুর্নীতি, লুটপাট বা ক্ষমতার অপব্যবহার নয়।”
পলাশবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এম এ সামাদ কারিগরি কলেজ মাঠে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
চাটখিল
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। চাটখিল পৌর বাজারে এই মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিন উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী- ১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ।
শুক্রবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলের মাধ্যমে গণসংযোগ শুরু হয়। চাটখিল পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ সেটি শেষ হয়। অনুষ্ঠানে ৫ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেছেন, “জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে; কারণ শ্রমিকই দেশের মূল চালিকাশক্তি। শ্রমজীবী মানুষের ঘাম, পরিশ্রম ও নিষ্ঠার ওপর দাঁড়িয়ে থাকে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সভ্যতার অগ্রযাত্রা। তাই শ্রমিকের সম্মান ও অধিকার রক্ষা করা প্রতিটি নাগরিকের মানবিক দায়িত্ব।”
সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়নে শ্রমজীবী মানুষের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি নির্ধারণ এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
অধ্যক্ষ নজরুল ইসলাম শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, “পরিবর্তনের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে হবে।
গৌরনদী (বরিশাল)
আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ১ আসনের নির্বাচনী প্রচারণায় বাটাজোর ইউনিয়নের বাসুদেব পাড়া গ্রামে বেপারী বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির মোঃ রাশেদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মোহাম্মদ বায়েজিদ শরীফ এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আতিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মোঃ মশিউর রহমান লিটন প্রমূখ। এ সময় ২ ডিসেম্বর বরিশাল ৮ দলীয় মহা সমাবেশে বাস্তবায়নের জন্য এলাকার জনশক্তি তৈরি করতে ব্যাপক প্রস্তুতি না হয়।