বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার আয়োজনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ও ছাত্রশিবির জুলাই ৩৬-দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সেমিনার হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বয়ক জুলাই যোদ্ধা নাইম আবেদীন, গোলাম রাব্বি, তালহা রাইয়ান, তাকরীম।

জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতায় NSU, IUB, EWU, AUST, UU, UIU, DIU, AIUB, BUFT, WUB, MIU, Daffodil সহ বিভিন্ন ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম। তিনি বলেন, "জুলাইকে বাচিয়ে রাখার জন্য ইসলামী ছাত্রশিবির সবসময় চেষ্টা অব্যাহত রেখেছে। জুলাইকে ধারণ করেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে অতিথিবৃন্দ জুলাইকে সমুন্নত রাখতে ছাত্রশিবিরের আয়োজনের প্রশংসা ব্যক্ত করেন। বিশেষ অতিথি নাইম আবেদীন বলেন, "বাংলাদেশের জন্য কোন বিভক্তিকরণ ভালো কাজ হবে না বরং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে দল, মত নির্বিশেষে জুলাইকে ধারণ করেই সকল ছাত্র সংগঠন এগিয়ে যাবে।"

অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম। তিনি বলেন, “আজকের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার মাধ্যমে আমরা জাতির কাছে জুলাইকে চিরস্মরণীয় করে রাখতে চাই।”

শহীদ পরিবারের সদস্য, আহত এবং অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজনে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামের সমাপ্তি হয়।