বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, "সংবিধানের অপব্যাখ্যা করে জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে এবং নানা অপকৌশল গ্রহণ করা হচ্ছে। ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসনের অবসান করার জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে। এর ফলে জনআকাংখার প্রেক্ষিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করলেও একটি দলের বিরোধীতার কারণে তা আইনীভিত্তি দেয়া হচ্ছেনা। তারা ফ্যাসিস্ট আমলের মত সংবিধানের অপব্যাখ্যা দিয়ে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীর নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর ফান টাউনের হলরুমে কুমিল্লাস্হ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে কালটাকার প্রভাব ও সন্ত্রাসমুক্ত এবং প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে দেশে পিআর(Proportional Representation) পদ্ধতি চালু করার কো বিকল্প নেই। এর জন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। অন্যথায় জনগণ ফ্যাসিবাদী আমলে মত যেনতেন নির্বাচন মেনে নিবে না।

তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের বিজয়ের মাধ্যমে জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে আগামীত কাদের বিজয় হবে। তাই সকল ষড়যন্ত্র সাবেক ছাত্রদেরকেও প্রতিহত করতে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমমনা চবিয়ান কুমিল্লার আহবায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

অধ্যক্ষ আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুস সাত্তার, জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দীন সরকার, জামায়াত কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, এনডিএফ কুমিল্লা অঞ্চলের পরিচালক ড. মুজিবুর রহমান, ও চাকসুর সাবেক এজিএস অধ্যাপক ফারুক আহমেদ প্রমুখ।