ফ্যাসিবাদ-চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ১১ দলীয় জোটের কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। গতকাল বুধবার মহেশখালী উপজেলার কালার মারছড়া ইউনিয়নে গণসংযোগ ও পথ সভায় তিনি এ কথা বলেন। সকালে কালার মারছড়া মিজ্জির পাড়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

তিনি বলেন, মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী কালার মারছড়া ইউনিয়ন একসময় শিক্ষা, সংস্কৃতি ও খেলা- ধুলা ও শান্তিপূর্ন ইউনিয়ন হিসেবে যে পরিচিত ছিল তা এখন হারিয়ে গেছে। কালার মারছড়া সাধারণ মানুষের শান্তিপূর্ণ বসবাস আর নেই। যেখানে সকল নাগরিকদের শান্তিপূর্ণ অবস্থান ছিল তা আজ আতঙ্কের কালার মারছড়ায় পরিণত হয়েছে। সাধারণ জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। তিনি বলেন, এর জন্য দায়ী কারা? আজকে সময় এসেছে তাদের চিহ্নিত করে সামাজিক ভাবে বয়কট করার। তিনি বলেন, যদি আপনাদের সমর্থন নিয়ে দেশের সেবা করার সুযোগ পাই তাহলে সকল মানুষের সহঅবস্থান নিশ্চিত করাসহ কালার মারছড়ার ঘরে ঘরে শান্তির সুবাতাস বইবে।

ড. হামিদুর রহমান আযাদ আরো বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে কাউকে চাঁদা দিতে হবে না। অন্যায়ভাবে কারো জায়গা জমি দখল হবে না। কোন সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি হবে না। তিনি বলেন, শান্তিপূর্ণ কালার মারছড়ার পুর্বের ঐতিহ্য ফিরে আসবে।

সাবেক এ সংসদ সদস্য বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোটের আয়োজন করেছে তাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে সকল নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।

গতকাল বুধবার তিনি কালার মারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া, আধার ঘোনা, নুনাছড়ি বাজার, কালার মারছড়া বাজার, ঝাপুয়া বাজার, বড়ুয়া বাজার, চালিয়া তালি বাজার গণসংযোগ ও পথ সভা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, উপজেলা উত্তরের আমীর মাষ্টার নজরুল ইসলাম, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।