দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ছয় দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এর মধ্যে জুলাই সনদের আইনি স্বীকৃতি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে। এসব দাবির পক্ষে দলটি নতুন কর্মসূচিও ঘোষণা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব আহমদ আবদুল কাদের এ দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ১। অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনি ভিত্তি দেওয়া, ২। ওই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন আয়োজন, ৩। জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য পিআর পদ্ধতিতে নির্বাচন, ৪। আওয়ামী লীগ ও সহযোগীদের অপরাধের বিচার কার্যকর করা, ৫। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত সুষ্ঠু ভোট আয়োজন, ৬। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া।