চাঁদপুর কচুয়া ১ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দেশ বরণ্য আলেমেদ্বীন, মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী হুজুরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের বাইতুল আমীন মসজিদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি ও চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী জননেতা এডভোকেট মো: শাহজাহান মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসনে জনগণের মনোনীত প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী তার নির্বাচনী এলাকার ১০নং গোহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে গত ১১জুন বুধবার সকালে কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলা চালানো হয়। এ হামলায় প্রমাণ হয় ফ্যাসিবাদ বিদায় নিলেও তার দোসররা এখনো নির্মূল হয়নি বরং সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে আছে। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।