আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেছেন এনসিপি নেতা আশরাফ মাহাদী।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।
সরেজমিনে আরও দেখা যায়, ইসলামী বিভিন্ন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে আসছেন। সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিচ্ছেন।
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবরে বৃহস্পতিবার রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচীর ডাক দেয় হাসনাত আব্দুল্লাহ। তার ডাকে সারা দিয়ে সাধারন ছাত্র-জনতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশিবির, ক্বওমী মাদরাসার ছাত্র, ইনকিলাব মঞ্চসহ অনেক সংগঠন সেখানে অবস্থান নেয়। সারা রাত সেখানে অবস্থান নেওয়ার পর আজ শুক্রবার বাদ জুমা আরও বড় কর্মসূচীর ঘোষণা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ।