মুহাম্মদ নূরে আলম: বিশাল আয়োজনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টির। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোক্তা। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলটির সমর্থক ছাত্র-জনতা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। এ সময় তাদের হাতে জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির এই উত্থানের সাক্ষী হতে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও জড়ো হন সমর্থকরা। তাদের কেউ এসেছেন রংপুর থেকে মিছিল নিয়ে, কেউ এসেছেন খুলনা থেকে। অনেকের হাতে শোভা পায় পতাকাও। এছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য রাখা হয় আলাদা ব্যবস্থা। আমন্ত্রণপত্র ছাড়া সাধারণ কেউ প্রবেশ করতে পারেনি সেখানে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন।

পতাকা শোভিত স্লোগানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ: বাস থেকে নেমে জাতীয় পতাকা হাতে স্লোগানমুখর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সরেজমিন দেখা গেছে, মঞ্চের সামনে সারি সারি করে আমন্ত্রিত অতিথির জন্য চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। অপেক্ষা ছিল ছাত্র-জনতার। সেই ছাত্র-জনতা জুমার নামাযের পরে মঞ্চের আশপাশে আসতে থাকে। ধীরে ধীরে ভিড় বাড়ে। তাদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানানো হয় মাইকে। অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ইনকিলাব জিন্দাবাদ, গোলামী না আজাদী; আজাদী আজাদী, আপস না সংগ্রাম; সংগ্রাম সংগ্রাম, দালালী না রাজপথ; রাজপথ রাজপথ, ঢাকা না দিল্লি; ঢাকা ঢাকা, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘তুমি কে আমি কে, মুগ্ধ-মুগ্ধ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মী-সমর্থকদের স্লোগানের আওয়াজ তীব্র হতে থাকে। মাইকে বলতে শোনা যাচ্ছে, রংপুর পীরগঞ্জ থেকে যারা এসেছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আপনারা মনিপুরী পাড়ার মসজিদ সেখানে সভা হবে। আপনারা সেখানে জড়ো হবেন আপনাদের সংগঠকরা সেখানে অবস্থান করছে।

দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, শরিয়তপুর, কুমিল্লা, নড়াইল, কক্সবাজার, চট্রগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে সমাবেশস্থলে উপস্থিত হন কর্মী-সমর্থকরা। আয়োজনে সার্বিক নিরাপত্তার দায়িত্বপালনে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকালের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এদিকে নতুন দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। দলে সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা। হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)। এছাড়া দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এর আগে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এতে দলের নাম (জাতীয় নাগরিক পার্টি) চূড়ান্ত করা হয়।

খুলনা থেকে আসা মিজানুর রহমান কবির দৈনিক সংগ্রামকে বলেন, জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের জীবনদানের প্রত্যাশা যেন পূরণ হয়, নতুন দলের কাছে এই প্রত্যাশাই করি। শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছে।

এদিকে কওমী মাদ্রাসার ছাত্ররা যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীর বড় মাদ্রাসার ছাত্ররা বিশাল একটি মিছিলসহ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগদান করেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা: জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদে কারা থাকছেন: নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদে কারা থাকছেন, তা ইতোমধ্যেই অনেকটা পরিষ্কার। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ। হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে চূড়ান্ত করা হয়েছে।

সূত্র জানিয়েছেন, নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম (কাঠামো) নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বৈঠক হয়েছে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে। জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজেও এমন তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নতুন দলের নাম নিশ্চিত করেন সারজিস আলম। ‘সারা দেশে এই নামেই ব্যানার হোক। এই নামের সাথেই বাংলাদেশ প্রতিধ্বনিত হোক।’ নতুন দল তার রাজনৈতিক ধারায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখবে। দল গঠনের আগে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা বুধবার ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। তবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের সময় আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের একটি অংশের প্রতিবাদ করে স্লোগান দিয়েছিল। এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।