চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কেন্দ্র কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে দাঁড়িপাল্লার কথা পৌঁছে দিতে হবে। জনগণকে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় জানাতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী,সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, আমীর,যুব সম্পাদক আইয়ুব আলী,

সভাপতিত্ব করেন, সোনাকানিয়া ইউনিয়ন জামায়াত আমির শাহাদাত হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মঈনুদ্দিন।

বক্তারা দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করার আহ্বান জানান।