জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে।

তিনি বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণা হামলায় চালায়, বাঁধা সৃষ্টি করে। পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে’’।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি। মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান থাকলেও বিগত সময়ে যারা ক্ষমতায় বসেছে তারা কেউ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেনি। এখন আবার তারা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে তারা ক্ষমতায় গেলে এই করবে-সেই করবে! আসলে তারা দুর্নীতি-চাঁদাবাজি-আর সন্ত্রাসী ছাড়া কিছুই করবে না।

তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, অতীতে যারা এবং যাদের দল ক্ষমতায় ছিল তারা এবার ভোট চাইতে গেলে আগে জিজ্ঞেস করবেন ক্ষমতায় থাকাকালীন আমাদের জন্য, দেশের জন্য কি করছো?- এই প্রশ্নের জবাব ছাড়া ভোট না দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় বসেনি। কিন্তু জনগণের যেকোন প্রয়োজনে সবার আগে, সবখানে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে। ৩১ দফা নয় জামায়াতে ইসলামীর এক দফার অঙ্গিকার, ‘‘জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে”। বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিজের মৌলিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।

মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমলাপুর শেরে-বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহন করেন। সেবাগ্রহিতা প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাফিজুল্লাহ খান, আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবীর। এছাড়াও সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।