চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গণি, যুব ও ক্রীড়া বিভাগের উত্তর জেলা দায়িত্বশীল ও চট্টগ্রাম জজ কোর্টের পিপি এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস, জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ : চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা জামায়াত, পৌর জামায়াত এবং দুই উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-৫ আসন কমিটির পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানীয়া, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ উপজেলা আমীর মোঃ কলিম উল্লাহ এবং হাজীগঞ্জ পৌর আমীর মাওলানা আবুল হাসনাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এডভোকেট মোহাম্মদ আব্দুর রব সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের জন আকাক্সক্ষা ছিলো একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের। জুলাই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে জুলাই বিপ্লবকে ধারণ করে মানুষের ধারে ধারে কর্ণকুহরে বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছে। এর অংশ হিসাবে আমরা কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের প্রত্যেকটি এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। মানুষ আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে ব্যাপক ভাবে গ্রহণ করেছে।

দিনাজপুর অফিস: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে স্থানীয় নেতৃবৃন্দ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের নেতৃত্বে জামায়াত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কার্যালয় থেকে তারা আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করেন। প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) মতিউর রহমান, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, দিনাজপুর-৩ (সদর) অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আনোয়ার হোসেন এবং দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আনোয়ারুল ইসলাম। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সমর্থন ও দোয়া নিয়ে তারা বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবেন। জেলার ৬টি আসনেই জামায়াতের এই অংশগ্রহণ দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তাদের মতে- মানুষ এবার পরিবর্তনের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষেই রায় দিবেন।

বগুড়া অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সিনিয়র জেলা নির্বাচনর কর্মকর্তা ফজলুল করীমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ জামায়াত-শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে অপেক্ষমান সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, ৫৪ বছরে কোন রাজনৈতিক দল জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। বগুড়া-৬ আসনের ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে সবাইকে সাথে নিয়ে বগুড়াবাসীর আকাক্সক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবো। তিনি বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।