বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রখ্যাত চিকিৎসক ডা. শফিকুর রহমান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ইতোমধ্যে তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে নেয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। দেশবাসীর উদ্দেশ্যে সালামও জানিয়েছেন তিনি।
রোববার আসরের পর চট্টগ্রামের একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি দেশবাসীর নিকট আমীরে জামায়াতের পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, “বর্তমান সময়ে ডা. শফিকুর রহমানের মতো একজন মানবিক নেতা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি অনুরোধ জানান- সবাই যেন ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য আন্তরিকভাবে দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানউল্লাহ ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং বাইতুশ শরফ মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলী আযাদী, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এডভোকেট আব্দুস সত্তার, এডভোকেট মঞ্জুর আহমেদ আনসারী, এডভোকেট কবির হোসাইনসহ আইনজীবী সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আরও অংশ নেন এনডিএফ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একে এম ফজলুল হক, পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ ইউছুফ, বিএমএ চট্টগ্রামের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবু নাসেরসহ বিভিন্ন পেশাজীবী।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন নোমান, মহানগরের সহকারী সেক্রেটারিগণ খাইরুল বশর, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুসও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আজম (চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা), অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী (আনোয়ারা-কর্ণফুলী) এবং ডা. ফরিদুল আলম (পটিয়া)সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।