মৌলভীবাজারের জুড়ী উপজেলা জামায়াতের ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আজিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা বিএনপি'র আহবায়ক মুস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাই, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফিজ মাওলানা নজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সাবেক) এম এম সামছুল ইসলাম,সাংবাদিক হারিস মোহাম্মদ,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, উপজেলা কর্ম ও শূরা সদস্য লুৎফুর রহমান আজাদী, এডভোকেট শাখাওয়াত হোসাইন, মো: আশরাফুল ইসলাম, মোস্তাকিম হোসেন, মাওলানা নজরুল ইসলাম, আব্দুল মুকিত, বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, ডা: খালেদ সাইফুল্লাহ, প্রভাষক মাওলানা আব্দুল মালিক, প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ছাত্র অধিকার পরিষদ জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল আহমদ প্রমুখ।

এছাড়াও উপজেলার ছয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।