DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

রাজধানীতে মানববন্ধন

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে - হামিদুর রহমান আজাদ

মহেশখালী কুতুদিয়ার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ, এইচ, এম হামিদুর রহমান আজাদ বলেছেন দেশের লবণ শিল্পকে বাঁচাতে হলে দেশে উৎপন্ন লবণের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।

স্টাফ রিপোর্টার
Printed Edition
p8c
লবণ শিল্পকে বাঁচানোর দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে মহেশখালী-কুতুবদিয়া ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ -সংগ্রাম

মহেশখালী কুতুদিয়ার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ, এইচ, এম হামিদুর রহমান আজাদ বলেছেন দেশের লবণ শিল্পকে বাঁচাতে হলে দেশে উৎপন্ন লবণের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহেশখালী-কুতুবদিয়া ফোরাম এর উদ্যোগে কৃষক ও ভোক্তা পর্যায়ে “লবণ এর ন্যায্য মূল্য নির্ধারণ, লবণ চাষিদের ন্যায্য অধিকার আদায়, দেশের প্রয়োজনের অতিরিক্ত চাহিদা দেখিয়ে অসাধু সিন্ডিকেট কর্তৃক অপ্রয়োজনীয় লবণ আমদানি নিষিদ্ধকরণ, কার্যকরী লবণ বোর্ড গঠনসহ লবণ শিল্পকে বাঁচনোর দাবিতে সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

সংগঠনের আহ্বায়ক এ এম শহীদুল এমরান এর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সুক্কুর, সাবেক সিআইপি, জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সাহাব উদ্দিন, কক্সবাজার জেলা লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি জাকের হোসেন, রাজনীতিবিদ আমির খসরু, বাবসায়ী, সহিদুল ইসলাম, ⁠ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন জাহাঙ্গীর শিক্ষাবিদ মোঃ নাছির উদ্দীন, মাসুদুর রহমান, আমীর খসরু, কবি মনির ইউসুফ, মুসলিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফ উল্লাহ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ হাসনাত শুভ প্রমুখ। সমাবেশে কক্সবাজার জেলার প্রান্তিক লবণ চাষি, লবণ ব্যবসায়ী, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আজাদ লবণ চাষিদের ১২ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন, লবণের কৃষক ঠকে মাঠে আর ভোক্তারা ঠকে হাটে। যে লবণ চাষিরা প্রতি কেজি লবণ বিক্রি করে ৫ থেকে ৬ টাকা; সেই লবণ আমাদের খুচরা বাজার হতে কিনতে হয় ৪০/৪৫ টাকায়। অবিলম্বে লবণের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন অবিলম্বে কার্যকরী লবণ বোর্ড এবং লবণ গবেষণা ইনস্টিটিউট গঠন করে লবণের মূল্য নির্ধারণ ও মান নিশ্চিত করতে হবে এবং মাঠ পর্যায়ে লবণের উৎপাদন খরচ কমাতে হবে ।

সমাবেশে বক্তারা বলেন প্রায় ৯৫ শতাংশ লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায় মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার সদর, ঈদগাঁও, পেকুয়া, চকরিয়া উপজেলায়। বাকী ৫ শতাংশ লবণ উৎপাদন হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। পরিবেশ অনুকূলে থাকায় গত মৌসুমে দেশের উৎপাদিত লবণ দেশের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। এমনকি অর্থবছরে আরও ২ লাখ ২২ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। চলতি মৌসুমে পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। দেশীয় লবণ শিল্পের সাথে ৬৫ হাজার চাষিসহ ১০ লাখ মানুষ লবণ শিল্পের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। লবণ চাষিদের যুক্তিসঙ্গত দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।