জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনের দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকল ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল শুক্রবার লক্ষ্মীপুরের মিয়ার বাজারে পৌর জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ ও পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৯নং ওয়ার্ডের সভাপতি বেলায়েত হাওলাদার ও সহকারী সেক্রেটারি রহমত উল্লাহ প্রমূখ।

ড. রেজাউল করিম বলেন, আওয়ামী অপশাসন-দুঃশাসনের পর জুলাই বিপ্লবের মাধ্যমে জাতি মাফিয়াতন্ত্রের জগদ্দল পাথর থেকে মুক্ত হয়েছে। সুখী, সমৃদ্ধ,শান্তিময় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই এ সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হলে আল্লাহ ভীরু নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। যারা কোন ভাবেই আমানতের খেয়ানত করবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। দেশে কোন বৈষম্য থাকবে না। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, একটি দল সবকিছুতেই বিরোধীতার নীতি গ্রহণ করেছে। তারা কোন সংস্কার মানে না বরং ইনিয়ে-বিনিয়ে পুরাতন বৃত্তেই আটকে থাকতে চায়। তারা জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণভোট মানতে চায় না। মূলত, যারা গণভোটের বিরোধীতা করে তারা গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের প্রতিপক্ষ। মূলত, জামায়াত যা চায় তা বাস্তবায়ন হয়। অতীতে তারা কেয়ারটেকার সরকারের বিরোধীতা করলেও তা সাংবিধানিক ভিত্তি পেয়েছিলো। তাই জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণভোটের দাবিও বাস্তবায়িত হবে- ইনশাআল্লাহ। তিনি নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার ও মাস্তানী বন্ধ করতে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে করার আহবান জানান। অন্যথায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোন ভাবেই বন্ধ হবে না। প্রেসবিজ্ঞপ্তি।