সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া সতর্ক করে বলেছেন, অতীতের মতো আবারও যদি সেনাবাহিনীকে অতিরিক্ত-সাংবিধানিক কর্মকাণ্ডে জড়ানো হয়, তাহলে দেশের ও সেনাবাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি হতে পারে। গতকাল শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টের নিচে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১/১১-এর পুনরাবৃত্তি চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।