বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ছাত্র-ছাত্রীদেরকে ইনসাফ প্রতিষ্ঠা ও দ্বীন কায়েমের জন্য সচেতন ও সক্রিয় থাকতে হবে। বলিষ্ঠ নৈতিকতার উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে নীতি-নৈতিকতার সাথে ছাত্র-ছাত্রীদের বৈশ্বিক কর্মদক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেইন ক্যাম্পাস ঢাকায় দাখিল পরীক্ষার্থী-২০২৫ ছাত্র-ছাত্রীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ট্রাস্ট ও গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম কোরবান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও তা'মীরুল মিল্লাত রাষ্ট্রের সেক্রেটারি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকী, মাদ্রাসার মুফাসসির জাকির হুসাইন শেখ, মুফাসসির আবুল কাসেম গাজী, দা স্কলার্স ফোরামের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি আব্দুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুহাদ্দিস আব্দুল গফফার মাক্কী, মুফতি মহিউদ্দিন, মুফতি শরিফুল ইসলাম, জনাব মিজানুর রশিদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুস সামাদ, শাইখ আব্দুল জব্বার সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। অপর পাশে বালিকা ক্যাম্পাসে বালিকা ক্যাম্পাসের হলরুমে শিক্ষিকা এবং ছাত্রীদের প্যারালাল সেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরও বলেন, পরস্পর ভেদাভেদ ভুলে দ্বীনি চেতনা নিয়ে ময়দানে সঠিক দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে।

প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, তামিরুল মিল্লাতের সুনাম সুখ্যাতি দেশ-বিদেশে যেভাবে ছড়িয়ে আছে তা ধরে রাখার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবক এবং পরিচালনা পর্ষদসহ সকলকে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি দ্বীন কায়েমের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ইখলাসের কোনো বিকল্প নেই। দুর্নীতি-অপরাধসহ যেকোনো ধরনের অনৈতিক কর্মকান্ডে একজন ছাত্র-ছাত্রী জড়াবে না। অতীতে নকল মুক্ত পরীক্ষা দিয়ে মিল্লাতের ছাত্ররা যেভাবে সর্বোচ্চ রেজাল্ট করেছে আজও সেভাবে সকলকে প্রস্তুত হয়ে আখেরাতে নাজাতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আল্লাহর সাহায্য ও তৌফিক কামনা করতে হবে। সব সময় আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে। সময়ের সর্বোত্তম ও সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কারণ হাদীস শরীফে বলা হয়েছে সময় এবং সুযোগ এ দুটি বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকা খেয়ে থাকে। দুনিয়ার সফলতা ও পরীক্ষায় উত্তীর্ণের চেয়ে আখেরাতের স্থায়ী পরীক্ষা ও সফলতা তথা জান্নাত হাসিল করার লক্ষ্যে আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকা একান্ত জরুরি। এ লক্ষ্যে ‘ফিতরাত’ তথা আসল মানুষ রূপে নিজকে গড়ে তোলার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।

তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত বিশেষ করে আমাদের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শহীদ আদিল ও শহীদ আলিফসহ সকলের জন্য দোয়া রইল এবং তামিরুল মিল্লাত প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত সকল উদ্যোক্তা ও দাতাসহ তামিরুল মিল্লাত পরিবারকে আল্লাহ তা'আলা কবুল করুন আমীন।

বিশেষ অতিথি বলেন, যোগ্য আলেমরূপে নিজেদেরকে প্রমাণ দিয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে।

জনাব হেলাল উদ্দিন বলেন, আদর্শ জাতি গঠনের জন্য ছাত্র সমাজকে নৈতিক মানে উন্নত হয়ে দ্বীন কায়েমে সচেষ্ট থাকতে হবে।

অনুষ্ঠান শেষে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মোল্লা যাইনুল আবেদীন।