বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, জুলাই-আগস্টের চেতনা সমুন্নত করতে হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার এখনো দৃশ্যমান নয়। অতি দ্রুত ফ্যাসিস্ট ও খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।
১০ মে শনিবার ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আবদুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে জনাব মোবারক হোসাইন আরও বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশের ঈশান কোণে ষড়যন্ত্রের ঘনঘটা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের দোসরদের সকল ষড়যন্ত্র-চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে। এজন্য জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীদেরকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে। এজন্য দায়িত্বশীলদেরকে সেবামূলক বাড়াতে হবে। যোগ্যতা বৃদ্ধির জন্য দায়িত্বশীলদের ব্যাপকহারে কুরআন-হাদিস অধ্যয়ন করতে হবে।”
জেলা নায়েবে আমীর জনাব আব্দুল আলিম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এবং জনাব সগীর আহমেদ এবং ঝিনাইদহ জেলা শাখার সকল উপজেলার দায়িত্বশীলগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।