রাজনীতি
আলেম উলামাদের নিয়ে হাতিরঝিলে জামায়াতের ইফতার
এ দেশের মানুষের মুক্তির জন্য আলেম সমাজ সব সময় ভূমিকা রেখেছেন ----সাইফুল আলম খান মিলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের গণমানুষের নেতা সাইফুল আলম খান মিলন বলেছেন, এদেশের মানুষের অধিকার আদায়ে আলেম সমাজ সব সময় সামনের সারি থেকে ভূমিকা রেখেছে।
Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের গণমানুষের নেতা সাইফুল আলম খান মিলন বলেছেন, এদেশের মানুষের অধিকার আদায়ে আলেম সমাজ সব সময় সামনের সারি থেকে ভূমিকা রেখেছে। আগামী দিনে কুরআনের শাসন কায়েম আন্দোলনে নেতৃত্বের আসন থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চলের উলামা বিভাগের উদ্যোগে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অঞ্চল উলামা বিভাগের পরিচালক ড. মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মাঈনুদ্দীন সিরাজী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আ ন ম রশিদ আহমেদ মাদানি। উপস্থিত ছিলেন মহানগরী উলামা বিভাগের সহ-সভাপতি আতিকুর রহমান নোমানী, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমুখ।
সাইফুল আলম খান মিলন বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা বড়ই নির্যাতিত। বিশ্বের মুসলিম শাসকদেরকে নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, কুরআন নাজিলের মাস মাহে রমযানে ঘরে ঘরে আল্লাহর দাসত্ব ও রাসূলের আনুগত্যের দাওয়াত পৌঁছে দিতে আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। প্রেসবিজ্ঞপ্তি।