অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্য সেবা। কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি বরং স্বাস্থ্যখাতকে সরকার দলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরে যেই দল যখন ক্ষমতায় বসেছে ঐ দলের দুর্নীতি-লুটপাটের কারণে মানুষ নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার মসনদে না বসলেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিগত ৫৪ বছর সংগ্রাম চালিয়ে আসছে। শুধু সংগ্রাম করেই জামায়াতে ইসলামী থেমে যায়নি। জামায়াতে ইসলামী সমাজ সংস্কার ও সমাজ সেবামূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেখানেই দুর্যোগ-র্দুদিন, সেখানেই জামায়াতে ইসলামী সবার আগে ছুঁটে যায়। মানুষের প্রয়োজনেই জামায়াতে ইসলামীর রাজনীতি।
গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণ, যুকবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা (সুদবিহীন ঋণ), শিক্ষা সহায়তা, বন্যা-নদী ভাঙ্গনে ক্ষমিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী অন্যদের মতো রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আগামীতেও করবে।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে। বিদ্যুৎ-গ্যাস উৎপাদন বৃদ্ধি করে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে কেউ খাম্বা চুরি করবে না, বিধাবা ভাতার কার্ডের জন্য অসহায় বিধাবা কোনো বোন থেকে হাজার টাকা ঘুষ নিবে না, গরিবের জন্য বরাদ্দকৃত চাল-গম চুরি করবে না, ফুটপাত দখল দিবে না, রিকশা-ভ্যান-সিএনজি স্ট্যান্ড দখল করে চাঁদা তুলবে না, ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদাবাজি করবে না, একজন প্রবাসীর সারা জীবনের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় বাড়ি নির্মাণ করতে গেলে কেউ চাঁদা চাইবে না, দ্ররিদ্র-অসহায় মানুষের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রি হবে না। প্রত্যেক নাগরিকের প্রাপ্য ন্যায্য অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। বৈষম্যহীন একটি সুখি-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। সেই নতুন বাংলাদেশ বির্নিমাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঢাকা-৮ সংসদীয় এলাকার স্থানীয়দের এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর ফোরামের সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সেগুনবাগিচা সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এবং সুপ্রিম কোর্টের এডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, মহানগরী পেশাজীবি নেতা সরদার আব্দুল কাদের, পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়ল্লাহ, স্বাস্থ্য বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আবুল খায়ের, শাহবাগ পূর্ব থানা সহকারী সেক্রেটারী আব্দুল মুনিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া ব্যতীত সনদে স্বাক্ষর হলেও সনদ কার্যকর হবে না। একটি এক টুকরো কাগজে পরিণত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারকেই ঠিক করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, গণহত্যার বিচার নিশ্চিত এবং রাষ্ট্রের সংস্কার করে নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে। কিন্তু সরকারের ৩টি প্রতিশ্রুতির কোনটিই বাস্তবায়িত হয়নি। সরকার কেবল একটি নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকারকে মনে রাখতে হবে কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য বিপ্লব হয়নি, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতি দায়িত্ব দেয়নি। জাতি দায়িত্ব দিয়েছে সরকার, আওয়ামী লীগের পরিচালিত গণহত্যার বিচার করবে এবং রাষ্ট্র কাঠোর সংস্কার করে সেই আলোকে নির্বাচন দিবে। কোনভাবেই এর ব্যত্যয় ঘটতে পারবে না। গতকাল শুক্রবার সকালে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, কোনো দলের ইচ্ছাতে নয়; পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, পিআর প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দিলে জনগণ যেই রায় দিবে জামায়াতে ইসলামী মেনে নেবে এবং সব দলকে মানতে হবে। যারা পিআর পদ্ধতির বিরোধীতা করে তারা যদি জনগণের জন্য রাজনীতি করে, জনগণকে বিশ্বাস করে তাহলে জুলাই সনদে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তর্ভুক্ত করতে আপত্তি কোথায়?- আমরা যারা পিআর পদ্ধতির দাবি জানিয়েছি, আমরা গণভোটের রায় মেনে নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ কায়েম করতে যায়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা পিআর পদ্ধতির বিরোধীতা করছে। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল এককভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। কোনো সরকার স্বৈরচার হতে পারবে না। কেউ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। যারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধান ক্ষমতার ভারসাম্যের পরিবর্তে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা চায় তাদের উদ্দেশ্য কী জাতি বুঝে গেছে। তাদেরকে জাতি নির্বাচনের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দলের প্রতি অনুগত না হয়ে নবেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে তিনি আহ্বান জানান।
পোলিং এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাদের প্রদত্ত ভোট রক্ষার মহান দায়িত্ব পোলিং এজেন্টাদের। একজন ভোটার যাতে করে নির্বিঘ্নে-র্নিভয়ে, কারো প্ররোচনা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ভূমিকা রাখতে হবে পোলিং এজেন্টদের। কেউ কেন্দ্র দখল, জাল ভোট ও ব্যালট বাক্স লুট করতে চাইলে প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পোলিং এজেন্টদের। ভোট গ্রহনকারী কোনো কর্মকর্তা অনিয়ম করছে কিনা অথবা কোনো দলের পক্ষপাতিত্ব করছে কিনা সেদিকে নজর রাখতে হবে। নিজের ও ভোটারদের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং পল্টন থানা আমীর ও ঢাকা -৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল পূর্ব থানা আমীর নুরুদ্দিন, মতিঝিল উত্তর থানা আমীর মো. শামছুল বারীসহ ঢাকা-৮ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সকল থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন পুরানা পল্টন এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিমিয় করেন। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর, ঢাকা -৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি মনঞ্জুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব, পুরানা পল্টন সোসাইটির সভাপতি বরকত উল্লাহ হামিদ, পল্টন থানা নায়েবে আমীর এডভোকেট মারুফুল ইসলামসহ উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন পল্টন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পুরানা পল্টনে বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।