বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন বলেছে, রোজা মানুষের আত্মিক ও শারীরিক উন্নতি সাধনের এক অনন্য মাধ্যম। এ মাসে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘রমজান মাস হলো সেই মাস, যাতে অবতীর্ণ হয়েছে আল-কুরআন যা মানবজাতির জীবন বিধান এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। আর হক ও বাতিলের মধ্যে পার্থক্য বিধানকারী।’

তিনি আরও বলেন, এ মাস মুসলমানদের নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ মাসে রয়েছে বরকতময় লাইলাতুল কদর। পবিত্র কুরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। বুখারী শরীফে এসেছে, এ রাতে কেউ ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইবাদত করলে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে।

তিনি বলেন, মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাকওয়ার গুণাবলি অর্জনের জন্য। রোজা মানুষের মাঝে ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর ভীতি তৈরি করে। এ সব গুনাহবলি অর্জনের মাধ্যমে একজন মানুষ সত্যিকার মানুষে পরিণত হতে পারে।

তিনি ১৮ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকা মহানগরীর আদাবর থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন। থানা আমীর আল আমিন সবুজের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোওয়ার হোসেন ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। উপস্থিত ছিলেন জনাব সাইদুর রহমান, জনাব আলী আকরাম মোঃ ওজায়ের, জনাব জিল্লুর রহমান পাটোয়ারী, জনাব আরশাদুল বারী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি