আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারও ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের শুরুতে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন সকাল ১০টার দিকে ভাটারার বাঁশতলা এলাকা থেকে শুরু হয় গণমিছিল।
তিনি বলেছেন, ‘এক হাসিনা চলে যাবে, আরেক হাসিনা আসবে। এক চাঁদাবাজ, লুটেরা চলে যাবে, আরেকজন আসবে- এর জন্য আমরা জীবন দেইনি। আমরা জীবন দিয়েছি সংস্কার ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য।’
নাহিদ ইসলাম বলেন, ‘এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। আমরা সরকার গঠন করলে দখলকৃত খাল, জমি উদ্ধার করবো। যুবসমাজের জন্য খেলার মাঠ থাকবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘সমগ্র বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে। আমাদের লাশ সরাতে পারবেন, জীবিত অবস্থায় আমাদের ভোটকেন্দ্র থেকে সরাতে পারবেন না। দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যান।’
তিনি বলেন, ‘ভোটকেন্দ্র পাহারা দিন, আপনাদের ভয়ের কারণ নেই। শাপলা কলির ভোটারদের কেউ আঘাত করলে আমরা পাল্টা জবাব দিব।আমরা ভোটকেন্দ্র পাহাড়া দিবো।’
বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন নাহিদ।
বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি।
এসময় ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন এনসিপির এ নেতা।