বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি জননেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, আল্লাহর এই জমিনে রাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ইসলামী দল, সকল ধর্মভীরু মুসলমানদের এগিয়ে আসতে হবে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনের শিক্ষাকে বাস্তবায়নের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি সকলকে আহ্বান করে বলেন, কুরআনের এই মাস ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাস, সকল স্তরের জনগণের কাছে কুরআনের দাওয়াত দিতে হবে। এই রমযান মাসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরতে হবে। সুখে দুঃখে সর্বস্তরের জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা মানুষকে আলাদাভাবে ভাববো না, সকল মানুষের মাঝে ভেদাভেদ দূর করার জন্য আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই। সেখানে থাবেনা কোন ভেদাভেদ, থাকবে না কোন সন্ত্রাসী, থাকবে না কোন চাঁদাবাজির ছড়াছড়ি। আর সেটাই হবে ইসলামী সমাজ ব্যবস্থা।

গত ১১ মার্চ বিকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বনগ্রাম ইউনিয়ন জামায়াতে উদ্যোগে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মো.আব্দুল ওয়ারেছ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি শাহারুল ইসলাম প্রমুখ।