চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের হিলালনগরে নির্বাচনি গ্রাম প্রতিনিধি সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। সম্প্রতি কাশিনগর ইউনিয়নের হিলালনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। হাজী আবুল কাশেম মজুমদার ডিলারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহসিন কবির, বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ, কাশিনগর ডিগ্রি কলেজের প্রফেসর জাকির হোসেন, অবসরপ্রাপ্ত অনারী ক্যাপ্টেন আলী নওয়াব, সমাজসেবক আসলাম মিয়া, আলী হোসেন, সাবেক শিবির নেতা বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, সাবেক মেম্বার আবদুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম, নুরুল হক মজুমদার, মাষ্টার জাকির হোসেন, আবু তাহের, ফয়েজ উল্লাহ মজুমদার, মোহাম্মদ আলী মজুমদার, ইউনিয়ন যুব কমিটির উপদেষ্টা মাও. আব্দুল হাই, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলম, আমিনুল ইসলাম নান্নু, হুমায়ূন মেম্বার। অনুষ্ঠান শেষে হিলাল নগর জামায়াতের গ্রাম কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি আবুল কাশেম ডিলার, আবদুল ওয়াদুদ মেম্বার, নুরুল হক, মোহাম্মদ আলী, আলী হোসেন, আসলাম মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গুণবতী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা আবদুল জলিল।
রাজনীতি
চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনি গ্রাম প্রতিনিধি সম্মেলন
কুমিল্লার চৌদ্দগ্রামের হিলালনগরে নির্বাচনি গ্রাম প্রতিনিধি সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। সম্প্রতি কাশিনগর ইউনিয়নের হিলালনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। হাজী আবুল কাশেম মজুমদার ডিলারের
Printed Edition