সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শুকরিয়া সমাবেশ এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে গুলশান-বনানী অঞ্চল জামায়াত।

শুকরিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, মাস্তান তন্ত্র কায়েম করার জন্য গত ১২ বছর ধরে আমাদের অনিবন্ধিত দল হিসেবে দেখানো হয়েছে, আমরা সবর করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। দলের নেতা কর্মীদের আরো ধৈর্যের পরিচয় দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ পরিচালনা করার জন্য জনগণ জামায়াতে ইসলামীকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।

Untitled.jpg১

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ১৭ আসনে (বনানী-গুলশান) জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেন, আজ এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেয়েছে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ভবিষ্যতে বিচার বিভাগ এভাবে স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।