চকবাজার থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আছর চট্টগ্রাম মহানগরীর চকবাজার অলি খাঁ মোড়ে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে শহীদ শরিফ উসমান হাদীর ইনসাফ প্রতিষ্ঠার পথ সুগম হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার জন্য অপেক্ষা করছে। এই গণভোট সেই প্রত্যাশা বাস্তবায়নের একটি ঐতিহাসিক সুযোগ।

তিনি আরও বলেন, শহীদ শরিফ উসমান হাদী ছিলেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। তার শাহাদাত এ জাতিকে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ যদি ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেয়, তবে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা পাবে এবং একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থার ভিত্তি রচিত হবে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার রাজনীতি করে। তিনি গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনগণকে গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক প্রমুখ।

এতে আরও বক্তব্য রাখেন চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা খালেদ জামালসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।

গণসংযোগকালে তারা লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে ইনসাফ, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।