নদী ভাঙন সমস্যা নিরসনসহ সার্বিক উন্নয়নের জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে গণসংযোগকালে আয়োজিত বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আমার ৫৪ বছরের রাজনৈতিক জীবনের মধ্যে দীর্ঘ ৪২ বছর সাতকানিয়া–লোহাগাড়ার উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলাম। এই অঞ্চল থেকে আমাকে বিচ্ছিন্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রেখেছিল। ৩৬ জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হয়েছে। এখন আর দলাদলি নয়—আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের জন্য কাজ করছি। সকলের সহযোগিতা চাই।”

তিনি সকলকে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আইটি সম্পাদক কামরুল ইসলাম, পশ্চিম ঢেমশা জামায়াতের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক, পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আলামগীর হোসেন, কার্যকরী সদস্য আব্দুর রহিম ও আব্দুল করীম।

তিনি পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালমিয়া কোম্পানির বাড়ি, মৌলভী বাড়ি, সিদ্দিক আহমদের বাড়ি, এজাহার মাস্টারের বাড়ি, ডাক্তার জিয়াবুলের বাড়ি, আবুল কাশেম মুন্সির বাড়ি, শাহ মনছুরিয়া মাজার এলাকা, সোনা জানি বর বাড়ি, মৌলভী পাড়া, ইছামতি আলিনগর, মনেয়ার পাড়া, দৌলতশাহী পাড়া, উত্তর শিকদার পাড়া, মিয়া জান পাড়া, রমজান আলী পাড়া, সিদ্দিক সওদাগর পাড়া, মনোহর পাড়া, মহসিনার পাড়া, মাহিদ্দার পাড়া ও আব্দুল জব্বার মেম্বারের বাড়ি এলাকায় গণসংযোগ করেন।