ফ্যাসিস্ট সরকারের সাজানো জঙ্গী নাটকে আটক শফিউর রহমান ফারাবী, মাওলানা আমীরুল ইসলাম, মুফতি শফিকুর রহমান, মাওলানা শেখ ফরিদসহ সকল নিরপরাধ কারাবন্দী আলেমদের মুক্তি ও সাজানো জঙ্গী নাটকের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাদ জুমা এই বিক্ষোভের আয়োজন করে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’।

মাওলানা মীর ইদ্রিসের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, কারা নির্যাতিত আলেম মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মাওলানা জসীমউদ্দীন রাহমানি, মাওলানা আসিফ আদনান, মাওলানা মোহাম্মদ হোসেন আকন্দ ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে কোন জঙ্গী নেই, জঙ্গীর নামে ভারতকে খুশি করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিগত স্বৈরাচার হাসিনা সরকার নাটক মঞ্চস্থ করেছে মাত্র।

তারা বলেন, কোটালীপাড়ায় ছিয়াত্তর কেজি বোমা হামলার নামে অসংখ্য আলেমদেরকে জঙ্গী মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। মুফতি হান্নানকে তড়িঘড়ি করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। একই মামলায় তারেক রহমানসহ অনেকেই আসামী ছিলেন, তারা বেকসুর খালাস পেয়েছেন। তাহলে কারাগারে বন্দী থাকা আলেমরা কেন মুক্তি পাবে না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জিজ্ঞাসা। তাহলে কি আইন ক্ষমতাবানদের জন্য, আর অসহায়দের জন্য কোন আইন নেই? আলেমরা অনতিবিলম্বে সরকারের নিকট বৈষম্যের শিকার সব আলেমদের ঈদের আগেই মুক্তির দাবি জানান। না হয় ঈদের পর দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন। সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে বায়তুলে মোকাররম উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে শাপলা চত্বর গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।