বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজ করা হবে।
আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতায় গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে তিনি ইসলামের ছায়াতলে আসার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি বলেন, ছাত্র-জনতা তাজা বুকের রক্ত দিয়ে ৫ আগস্ট বিজয় নিয়ে এসেছে। আগামীতেও ফ্যাসিবাদ রুখতে তারা ভূমিকা রাখবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’Ñ এ স্লোগানে আকৃষ্ট হয়ে অনেকে দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছেন বলে তিনি দাবি করেন। সকল প্রকার শোষণ ও জুলুম থেকে মুক্ত হয়ে ইসলামী আদর্শ অনুযায়ী আল্লাহর বিধানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় পাইকগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, রাড়ুলি ইউনিয়নের আমীর তৌহিদুর রহমান নূর, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ কুমার দাশ, স্থানীয় ইউপি সদস্য প্রীযুষ কান্তি দাশ বাপ্পি, ঋষিপাড়া মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার দাস, শ্মশান কমিটির সভাপতি সুব্রত দাস, কাটিপাড়া মন্দির কমিটি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।