স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মেট্রো সদর থানা শাখার ২৮ নং ওয়ার্ড মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল নারী গণসমাবেশ। গাজীপুর–২ সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্থানীয় হক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজারেরও বেশি নারী ভোটার।

মেট্রো সদর থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাজমা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন

গাজীপুর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হোসেন আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—

নারীর উন্নয়ন, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের প্রথম অঙ্গীকার। জনগণের ভোটে যদি দায়িত্ব পাই, তবে গাজীপুরের প্রতিটি নারী যেন মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ–সুবিধা ভোগ করতে পারে—সে পরিবেশ তৈরিতে কাজ করবো ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর–২ আসনের নির্বাচন পরিচালক মোঃ আফজাল হুসাইন,

গাজীপুর সদর মেট্রো সদর থানা আমীর ও গাজীপুর–৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মেট্রো সদর থানা

সিনিয়র নায়েবে আমীর অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, মহানগর জামাতের (মহিলা শাখা)সহকারী সেক্রেটারি নাজমুন নাহার লাভলী, মহানগর মহিলা জামাতের কর্মপরিষদ সদস্য শাহানারা ইসলাম,

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব গাজী, মহানগরের ২৮ নং ওয়ার্ড জামাতের আমির মনির হোসেন খন্দকারসহ মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।

বক্তাদের সবাই বলেন—

নারীরা পরিবর্তনের পক্ষে, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পক্ষে। আগামী নির্বাচনে দাড়িপাল্লা বিজয়ী হবে নারীর শক্তিতেই।

সমাবেশ শেষ হয় এক প্রতিজ্ঞার মাধ্যমে—

গাজীপুর–২ আসনে দাড়িপাল্লার পক্ষে ঘরে ঘরে কাজ করা এবং জননেতা হোসেন আলীকে বিজয়ী করার অঙ্গীকার।