বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেছেন, দেশ গড়তে সকল শ্রেনী পেশার মানূষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। পেশাভিত্তিক সততা ও দক্ষতার দিক থেকে যদি নিজেদের কে সর্বাবস্থায় সৎ মানুষ তৈরী করতে পারি তাহলে দূর্নীতি ও দু:শাসন থেকে মানুষ মুক্তি পাবে, সেক্ষেত্রে সকল শ্রেনী পেশার মানুষ দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই।
শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া, আন-নূর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী সংগঠনের একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাবসায়ী, শ্রমজীবী, সাংস্কৃতি, ব্যাংকার্স সহ বিভিন্ন শ্রেনী পেশার দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা সাইফুদ্দিন মনির, ন্যাশনাল ডক্টর ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা: আলী আশরাফ খান, ইঞ্জিনিয়ার্স ফোরামের আবদুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।