বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় উদ্যোগে আজ মঙ্গলবার আয়োজিত হয়েছে জুলাই বিপ্লবের এক বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভার।
মঙ্গলবার (৫ই আগষ্ট) জুলাই বিপ্লবের ১বছর পূর্তিতে ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. সাবিকুন্নাহার মুন্নী, সেক্রেটারি (উইমেন উইং), বাংলাদেশ লইর্য়াস কাউন্সিল; নির্বাহী সদস্য, লিগ্যাল এইড বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহ ইরানি আক্তার (উপদেষ্টা, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন) এবং রেহানা সুলতানা (সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উক্ত সভায় ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও মহানগরীর সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এড. সাবিকুন্নাহার মুন্নী জুলাই এর চেতনায় দেশ গঠনে ছাত্রীসমাজের করণীয় তুলে ধরে বলেন, “ছাত্রীদের সময় অপচয় না করে দেশ গঠনের কাজে লেগে যেতে হবে। আমরা মুসলিম, আমরা ঈমানদার। আমাদের সাথে আল্লাহ আছেন। অতএব সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। মাথা উঁচু করে, চারিত্রিক দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে রেহানা সুলতানা বলেন “দীর্ঘদিন আমরা জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছি। একসময় মনে হয়েছে এভাবে আর সম্ভব না। দীর্ঘ ১৫ বছরের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণের রোষানলকে জাগিয়ে উঠতে শুধু একটি দাবানলের প্রয়োজন ছিল। আর এ দাবানলটিই জুলাই এর ১৪-১৭ তারিখের প্রেক্ষাপটে তৈরি হয়। আর এর পূর্ণতা হয় ৫ আগস্ট তারিখে।”
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পার হলেও জনজীবনে স্বস্তি আসেনি। আইনশৃঙ্খলার আশানরূপ উন্নতি হয়নি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিগত সরকার জাতি গঠনের মুল হাতিয়ার শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে। জোড়াতালি দিয়ে ভঙ্গুর সিস্টেমেই চলছে জাতি গঠনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম। নারী সংস্কার কমিশনের নামে নারীদের জন্য অবমাননাকর প্রস্তাব পেশ করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি তার বক্তব্যে জুলাইয়ের শহীদদের পরিবারেরগুলোর সার্বিক সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের সকল দায়িত্ব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় জুলাই এর আন্দোলনে শহীদ ও আহতদের জন্য এবং দেশ জাতির নিরাপত্তা কামনা করে দোয়া পরিচালনা করেন ইরানি আক্তার (উপদেষ্টা, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন)।
অনুষ্ঠানটিতে সম্মুখ সারির জুলাই নারী যোদ্ধাদের স্মৃতিচারণায় জীবন্ত ও প্রাণবন্ত হয়ে ওঠে ।
অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয় এবং দুপুর ১ টায় শেষ হয়।