বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন, ইসলামী সমাজ বির্নিমাণ ব্যতীত বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। স্বাধীনতার ৫৪ বছরেও বৈষম্যহীন রাষ্ট্র গঠিত হয়নি কারণ স্বাধীনতার পূর্ববর্তী যেই আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে স্বাধীনতার পরবর্তীতেও একই আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে। মানুষের তৈরি আইনে বৈষম্য দূর হয় না বরং বৈষম্যের সৃষ্টি হয়। এজন্য আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ ইসলামে বৈষম্যের কোন সুযোগ নেই। ইসলামই কেবল সকল মানুষকে সমান অধিকার ও মর্যাদা দিয়েছে। আগামীতে জনগণ ইসলামী সমাজ বির্নিমাণে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১০ আসনের উদ্যোগে নমিনীর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনের একটা ওয়ার্ড পর্যায়ের প্রার্থী মনোনয়নেও কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। যেখানে ইসলামী দল ব্যতীত অন্য দলগুলোতে মনোনয়ন বাণিজ্য হয় কোটি- কোটি টাকা। টাকার বিনিময়ে যারা প্রার্থী মনোনয়ন দেয় তাদের এবং প্রার্থীদের উদ্দেশ্য খারাপ। তারা ক্ষমতায় বসতে পারলে দুর্নীতি, লুটপাটের মহোৎসবে মেতে ওঠে। তাদের দুর্নীতির কারণে দেশ দুর্নীতিতে বিশ্ব দরবারে টানা ৫বার চ্যাম্পিয়ান হয়েছে। যেটি সারা বিশ্বে আমাদের জন্য লজ্জাকর। আগামীতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশের শুরুতে ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন সরকার , ঢাকা-১০ আসনে নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরেন। পরবর্তীতে উপস্থিত জনসাধারণ বিভিন্ন মতামত ও পরামর্শ উপস্থাপন করেন। জনসাধারণের মতামত ও পরামর্শের আলোকে আগামী ঢাকা-১০ আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জসিম উদ্দিন সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনের পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনের সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমদ, ঢাকা-১০ আসন কমিটির সদস্য সচিব মাওলানা মহিব্বুল হক ফরিদ, জোন টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার ও থানা আমীর হাফেজ রাশেদুল ইসলাম, মজিবুর রহমান খান, জাহিনুর রহমান, আখতারুল আলম সোহেল, মাহফুজ আলম, মাহাবুবুর রশীদ প্রমুখ।