হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দলটির সাবেক আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।

১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় হাটহাজারীতে জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান আনুষ্ঠানিকভাবে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে নির্বাচনে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলে, বিকল্প হিসেবে তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ অধ্যাপক আবদুল মালেককে মনোনয়ন দেওয়া হয়।

অধ্যাপক মালেক বেসরকারি এক ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে ২৭ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ছাত্র নেতা হিসেবেও পরিচিত।

নবমনোনীত প্রার্থী অধ্যাপক আবদুল মালেক বলেন,

“দল যে দায়িত্ব দিয়েছে তা আমি আল্লাহর সাহায্যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। জনগণের সেবা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”

প্রার্থী পরিবর্তনের ঘোষণার পরই জামায়াতের নেতাকর্মীরা নতুন প্রার্থীকে নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। স্থানীয় রাজনীতিতে এ পরিবর্তন নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, অধ্যাপক মালেকের শিক্ষা, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা হাটহাজারীতে দলের অবস্থান আরও শক্ত করবে।

সমাবেশ শেষে রাত পৌনে আটটায় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও অধ্যাপক আবদুল মালেকের নেতৃত্বে বিশাল মিছিল হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।