চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, ব্যবসায়ী সমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিত করার জন্য যে সব পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শনিবার বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের অভিষেক ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও কল্যাণে আমরা সকলে একযোগে কাজ করলে, দেশের সামগ্রিক উন্নতি সম্ভব হবে। অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন সৈয়দ মোহাম্মদ তানভীর।

মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার, চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ারসহ চকবাজারের ১৯টি ব্যবসায়ীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।